আজ - বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৪৪

কুকুরের কামড়ে নারী শিশু সহ আহত ২৫

 

ঈশ্বরদীতে কুকুরের কামড়ে নারী শিশু সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নতুনহাট মোড় , ছলিমপুর, শাহাপুর, বড়ইচাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার একটি মোদিখানার দোকানের পাশে কয়েক দিন আগে একটি কুকুর চারটি বাচ্চা প্রসব করে। শুক্রবার কুকুরটি বাচ্চাগুলো রেখে খাবারের সন্ধানে যায়। ফিরে এসে বাচ্চাগুলো দেখতে না পেয়ে একে একে ২৫ জনকে কামড়ে জখম করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কত্যবরত চিকিৎসক সোহেল পারভেজ গণমাধ্যমকে বলেন, অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তবে এই মুহূর্তে আমাদের এখানে সরকারি ভ্যাকসিন নেই। বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।#

আরো সংবাদ