আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৩৩

কুরআনের ওপর পা তুলে অবমাননা করায় যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলল বিক্ষুদ্ধ জনতা

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর কেন্দ্রীয় মসজিদে মহাগ্রন্থ আল কুরআন অবমাননার দায়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা।

পরে ওই লাশ পুড়িয়ে ফেলেছে তারা। আজ বৃহস্পতিবার পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিকেলের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি করেছে।

তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুমন কুমার মোহন্ত জানান, আজ বিকেলে মোটরসাইকেলে করে ওই মসজিদে আসে দুজন ব্যক্তি।

তারা মসজিদের ভেতরে প্রবেশ করে কুরআনের ওপর পা তুলে দেয়।

সেটা দেখে ফেলায় স্থানীয়রা তাদের মারধর করেন।

পরে তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই আগুনে তাদের একজনকে পোড়ানো হয়।

ওসি আরও জানান, আরেকজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে পালিয়ে গেছে।

আরো সংবাদ