আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৪৯

কুরবানির গরু কিনতে যাওয়ার পথে প্রাণ হারালেন ২ জন

যশোরে গরু কিনতে যাওয়ার পথে ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

রোববার সকালে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায়  এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মণ্ডলের ছেলে আব্দুল আলিম (৩৫) এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৫২)। আহতদের মধ্যে দুজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত জহুরুলের ভাই সিহাব জানান, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ বেপারি একটি পিকআপে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৬টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজন নিহত এবং ৯ জন কমবেশি আহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এ ছাড়া আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত