আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৪:২০

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২২), একই উপজেলার সরিশা গ্রামের মৃত্যু মজিদ শেখের ছেলে রাজিব শেখ (২২)।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার রাত আড়াইটার সময় ঈশ্বরদী গ্রামের লক্ষীকান্ত এর বাড়ির ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী টের পেয়ে ডাকাত দলের উপর চড়াও হয়। এলাকাবাসীর তাড়া খেয়ে স্থানীয় জীবন বাহিনীর ৮/৯ জনের দল দিক বেদিক পালাতে চেষ্টা করে। গ্রেফতারকৃত দুই জন পাশ্ববর্তী কর্ণ দেব রায়ের বাড়ির বাহিরের বাথরুমের ভিতরে আত্মগোপন করে।
এলাকাবাসীর সংবাদ এর প্রেক্ষিতে খোকসা থানা পুলিশের এসআই আলতাফ হোসেন এর নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে একটি সার্টারগান ও এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, পাংশা থানার ডাকাতদলের জীবন বাহিনীর সক্রিয় দুই সদস্য সজল ও রাজিব কে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।
এদের বিরুদ্ধে খোকসার থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ও ডাকাতির প্রস্তুতির পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত