আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:০২

কুষ্টিয়ার খোকসা পৌরসভার ভোট গ্রহণ চলছে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথমবার ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে কিছুটা উৎসাহ দেখা দিয়েছে। সকাল থেকেই শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারের বেশ ভাল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, ৯ কেন্দ্রে ৭২টি ইভিএম মেশিন দেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র‌্যাব ও বিজিবি কেন্দ্রের বাইরে টহল দিচ্ছে। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ করছে।

খোকসা পৌরসভায় মেয়র পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা নিয়ে বর্তমান মেয়র তারিকুল ইসলাম ও ধানের শীষ নিয়ে নাফিজ আহম্মেদ খান রাজু ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। এছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদে ১০ জন মহিলা নির্বাচনে অংশ নিয়েছেন। এ পৌরসভায় ভোটার ১৪ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪৯৮ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত