আজ - শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১০

কুষ্টিয়ায় করোনায় আরো ৭ মৃত্যু

কুষ্টিয়ায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম।

একই সময়ে ২২৯টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ১৭০টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয়েছে ৫৯টি।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক আব্দুল মোমেন জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২৬১ জন। আগের দিন ছিলেন ২০৪ জন।

আব্দুল মোমেন বলেন, গতকার সারা দিন বৃষ্টির হওয়ায় নমুনা পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা কম ছিলো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত