আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:২০

কুষ্টিয়া হাসপাতালে ভর্তি নিউমোনিয়া আক্রান্ত ১৭৪ শিশু

কুষ্টিয়ায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। গত ক’দিন ধরে কিছুুটা কমলেও গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে পূর্বের অবস্থার সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত নিউমোনিয়া আক্রান্ত হয়ে ১৭৪ জন শিশু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন। এরমধ্যে ছেলে শিশু ৯৭ জন এবং মেয়ে শিশু ৭৭ জন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতেও একই অবস্থা লক্ষ্য করা গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র ২০টি বেড থাকলেও বেডে স্থান না হওয়ায় মেঝেতে গাদাগাদি করে শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে। ফলে চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তন জনিত কারণে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭৪ জন শিশু ভর্তি রয়েছে। প্রতিদিন গড়ে ৫০ জন করে শিশু ভর্তি হচ্ছে।।

আরো সংবাদ