আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫৬

কুড়িগ্রামে কিশোরের বিরুদ্ধে স্কুলশিশুকে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এক কিশোরের বিরুদ্ধে স্কুলশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেলে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার শিশুটির বাবা কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে কিশোরটিকে আটক করে ছাত্রের বাড়ি নিয়ে আসে অন্য শিশুরা। পরে বাড়িতে হামলা চালিয়ে কিশোরকে ছিনিয়ে নিয়ে যান তার স্বজনেরা।

শিশুটির বাবা রিকশাচালক। তিনি বলেন, তার ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। কিশোরের বাড়ি অন্য এলাকায়। সে পড়াশোনা করে না। তাদের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকে। বুধবার বিকেলে তার ছেলেকে পাখি ধরার কথা বলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। চিৎকার শুনে অন্য শিশুরা ছুটে গিয়ে তার ছেলেকে উদ্ধার করে এবং কিশোরকে ধরে ফেলে।

তিনি আরও বলেন, শিশুরা ওই কিশোরকে তার বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে কিশোরের মামাসহ বেশ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা করেন।

শিশুটিকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেদওয়ান ফেরদৌস সজীব জানান, শারীরিক অবস্থা ভালো হলে রোববার দুপুরে শিশুটিকে ছাড়পত্র দেয়া হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম এ অভিযোগ খতিয়ে দেখছেন।

আরো সংবাদ