আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১২:৫১

কুড়ি সালের বর্ষা মৌসুমে এক কোটি গাছ রোপণ করবে সরকার

চলতি বর্ষা মৌসুমে এক কোটি গাছ রোপণ করবে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কর্মসূচি আগামী ৩০ জুনের মধ্যে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই ফলদ, বনজ ও ঔষুধিসহ বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণের কর্মসূচি শুরু হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনের দিনই সারাদেশে এক কোটি চারা বিতরণের পরিকল্পনা ছিল বন বিভাগের। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এখন পর্যায়ক্রমে চারা বিতরণ করা হবে। এ ছাড়া নিয়মিত কর্মসূচির আওতায় চলতি বছর আরও ৮ কোটি ২৫ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত