আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩২

কৃষকের ধান কেটে দিল যশোর জেলা ছাত্রলীগ

মহিউদ্দিন সানি : করোনাভাইরাস মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকের সহযোগিতায় মাঠে নেমে ধান কেটেছেন যশোর জেলা ছাত্রলীগ।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে যশোরে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ।

আজ ২৭ এপ্রিল মজ্ঞলবার সকালে যশোর সদর উপজেলাধীন আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা মন্ডলগাতি মাদ্রাসা সংলগ্ন মাঠে কৃষক মোঃ আব্দুল আলিমের দেড় বিঘা জমির পাকা ধান ধান কাটতে সহযোগিতা করেন তারা। পরে আগে থেকেই কেটে রাখা ধান মাঠ থেকে কৃষকের বাড়িতে পৌছে দিয়ে মাড়াই করে দেন তারা।

কৃষকের ধান মাড়াই করে দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মূলত সারা জেলার ছাত্রলীগ নেতাকর্মীদের উৎসাহ দিতে নিজেরাও ধান কাটায় হাত লাগিয়েছেন বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও  সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।

সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস বলেন,  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সাড়া দিয়ে সারা দেশে কৃষকদের ধান কেটে দিতে পেরে ভালো লাগছে। করোনাভাইরাস মহামারীকালে কৃষকের সাথে যশোর জেলা ছাত্রলীগ সবসময়ই থাকবে। এর আগে সরাসরি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য মাঠে নেমে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। আমরাও আজ কৃষকের ধান কেটে এ কর্মসূচির আওত্তায় যশোর জেলার প্রতি ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীকে একই ভাবে কৃষকের পাশে থাকতে আহবান জানাচ্ছি। ”

কৃষকের ধান মাথায় তুলে রাস্তায় জড় করছেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, “করোনাভাইরাসের এই দুর্যোগকালে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়- গরিব মানুষের পাশে দাঁড়ানোর নিদের্শ দিয়েছেন। সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগ লিফলেট বিতরণ, হ্যান্ড-স্যানিটাইজার তৈরি করে বিতরণ এবং খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করে মানুষের পাশে ছিলো। এসব কর্মসূচির পাশাপাশি কৃষকের ধান কেটে দেওয়া কর্মসূচিতে আজ যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে একজন কৃষকের ধান কেটে দিতে পেরে আমরা যশোর জেলা ছাত্রলীগ এ কর্মসূচির আহবানকারী আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ধন্যবাদ জানায়।”

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের  সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, কায়েস আহমেদ রিমু, রাজু রানা,  যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক  ইলিয়াস হোসেন রিয়াদ, মারুফ হোসেন, এস,এম, তানভীর আহম্মেদ রিয়েল, ফাহমিদ হুদা বিজয় প্রমুখ।

আরো সংবাদ