আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৩৫

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভা রবিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আলমগীর ও থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।মতবিনিময় সভায় করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, থানা, পৌরসভা , উপজেলা প্রেসক্লাব ও সকল ইউনিয়ন পরিষদ নানামুখী কর্মসূচী গ্রহণ করেন।

আরো সংবাদ