আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১১

কেশবপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর উদ্বোধন

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥ যশোরের কেশবপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় মুজিব বর্ষের অঙ্গিকার সড়ক হবে সংস্কার প্রতিপাদ্য বিষয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর সকালে উপজেলা প্রোকৌশলী মুনছুর রহমানের সভাপতিত্বে কেশবপুর-ভান্ডারখোলা সড়কের কেশবপুর স্টাটিং পয়েন্টে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক মোতাহার হোসাইন, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, উপজেলা প্রোকৌশলী অফিসের সিও আবু বক্কর সিদ্দিক, এসএই আব্দুল মান্নান, আব্দুল ওহাব, সাভেয়ার মনিরুল ইসলাম, কার্য সহকারী আশিকুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজে ২টি সড়কে ২০ জন এলসিএস কর্মী এবং ১১টি ইউনিয়নে ১১০ জন আরইআরএমপি-থ্রী কর্মী নিয়োজিত রয়েছে।

আরো সংবাদ