আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৫১

কেশবপুরে ধান মজুদ – ব্যবসায়ীকে অর্থদণ্ড

 

কেশবপুর প্রতিনিধি।। যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছা বাজারের একটি গুদামে অবৈধভাবে ৬০ মেট্রিকটন ধান মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার সন্যাসগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।

 

 

সূত্রে জানা যায়, পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ব্যবসায়ী স্বপন মজুমদার উপজেলার সন্যাসগাছা বাজারের একটি গুদামে অবৈধভাবে ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান ঘটনার সত্যতা প্রমাণিত পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেছেন।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

 

 

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান বলেন, অবৈধভাবে ধান মজুদের প্রতিটি গুদামে অভিযান চালানো হবে। কৃত্রিম সঙ্কটকারীদের ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থের জন্য আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ