আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:১৯

কেশবপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন আজাদ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: যশোর-৬ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আবুল হোসেন আজাদ। বিএনপির মনোনয়ন বোর্ডের সভা থেকে তাকে এই মনোনয়ন দেয়া হয়। আবুল হোসেন আজাদ কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি। এর আগে ২০০৮ ও ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি।

এবারের উপনির্বাচনে আবুল হোসেন আজাদ ছাড়াও বিএনপির মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক তরুণ নেতা অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোস্তফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুস সালাম বিশ্বাস ও নূরুজ্জামান তপন।

গত ২১ জানুয়ারি যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ইতিমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

আগামী ২৯ মার্চ যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত