আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৪৬

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

কেশবপুরে বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হোসেন নামে এক ভ্যান চালক মারা গেছেন। সে উপজেলার কাঁস্তা গ্রামের কসিম উদ্দিন সরদারের ছেলে।

নিহতের বাবা কসিম উদ্দিন সরদার জানান, তার ছেলে ভ্যান চালক সোহেল হোসেন (৩০) নিজের ব্যাটারি চালিত ভ্যানের চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সোহেল হোসেনের ভাটার কাজে যাওয়ার কথা ছিল। সে কারণে নিজের ব্যাটারি চালিত ভ্যান ও ভ্যানের চার্জার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কেটে বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ