আজ - রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:২৬

কেশবপুরে বিয়ের দাবিতে মেম্বারের বাড়িতে যুবতীর অনশন!

কেশবপুর উপজেলার এক নম্বর ত্রিমোহনী ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরাফপুর গ্রামের শ‍্যামলের বাড়িতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে আমরণ অনশন করছে শ্রীরামপুর গ্রামের কার্তিক সরকারের মেয়ে চায়না সরকার নামের এক যুবতী। আজ সকাল ১০ টা থেকে অনশন শুরু করেছেন তিনি।
অনশনে থাকা চায়না সরকার জানান পূর্ব পরিচয় সূত্রে শ‍্যামল মেম্বারের এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক ঘনিভূত হলে দুজনের সম্মতিতে সাত মাস আগে তাদের বিয়ে হয়।বিয়ের পর মেলামেশা করলেও পরে স্ত্রীর স্বীকৃতি বা মযার্দা দিতে তালবাহানা করতে থাকে

উপায়ন্তর না পেয়ে আমি স্ত্রীর দাবিতে মেম্বারের বাড়িতে আমরণ অনশন করছি ।আমাকে হয় মেনে নেবে নয়তবা আমি মৃত্যুবরণ করবো।

এ ব্যাপারে মেম্বর শ‍্যামলের সাথে কথা বলতে চাইলে তাকে বাড়িতে পাওয়া যায়নি এমনকি যোগাযোগ করাও সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান,শ‍্যামল মেম্বার লম্পট প্রকৃতির লোক তিনি চেয়ারম্যান আনিসুর রহমানের সহযোগিতায় ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটালেও কোন বিচার হয়নি। আমরা সকাল থেকে দেখছি, একটি মেয়ে সমেম্বরের বাড়ির সামনে স্ত্রীর স্বীকৃতি পেতে সকাল থেকে অবস্থান করছে। গ্রামের হাজার হাজার মানুষ বিষয়টি জানতে ভীড় জমাচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত