প্রকাশিত : » ১০ মার্চ ২০২০, সময়: » ১১:২৫ অপরাহ্ণ, পঠিত: » 361 views
স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের ত্রিমোহিনী বাজার, সাগরদাঁড়ী ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার ও সাতবাড়িয়া ইউনিয়নের ভাল্যুকঘর বাজারে পথসভা করেছেন। স্বস্ব ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় কেশবপুরের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছি। জনকল্যাণে রাজনীতি করি। আওয়ামী লীগ সরকার হচ্ছে উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকারের হাত দিয়ে দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেল মধ্যম আয়ের ও ২০৪১ সালে মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত হবে। আর আগামী ২১ মার্চ উপ-নির্বাচনে নৌকায় ভোট দিয়ে কেশবপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে।
ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় ত্রিমোহিনী বাজারে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগনেতা আব্দুল জব্বার, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, মিলন হোসেন, ইউপি সদস্য শ্যামল কান্তি, শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। বাঁশবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার ওজিয়ার রহমানের সভাপতিত্বে ও শুকান্ত বিশ্বাস বাবুর সঞ্চালনায় বাঁশবাড়িয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগনেতা মহিবুর রশীদ, রফিকুল ইসলাম, ছাত্রী ঐশি প্রমুখ। অপরদিকে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি.এম. হোসেনের সভাপতিত্বে ও অসীম ভট্টাচার্যের সঞ্চালনায় ভাল্যুকঘর বাজারে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, আওয়ামী লীগনেতা কলিম মোড়ল, আনোয়ার হোসেন দফাদার, ডাঃ অজিত ঘোষ, আব্দুল খালেক সানা, সাংবাদিক ওহাবুজ্জামান ঝন্টু, ছাত্রলীগনেতা লিখন প্রমুখ। উক্ত ৩টি পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সহ-সভাপতি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, শাহাদাৎ হোসেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী অধ্যাপিকা রেবা ভৌমিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, ছাত্রলীনেতা আবুল হাসান, আওয়ামী লীগনেতা গাজী গোলাম সরোয়ার, কবীর হোসেন, সাঈদুর রহমান সাঈদ, মশিয়ার দফাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, যুবলীগনেতা শামীম রেজা, ওবায়দুর রহমান নীল প্রমুখ।