আজ - রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:২৪

কেশবপুর সদর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হলেন আলাউদ্দিন

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দিন আলা। সোমবার সদর ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত হওয়া ভোট অনুষ্ঠিত হয়। ভোটে তিনি নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায়কে পরাজিত করে নির্বাচিত হন।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনের দিন সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিধিবহির্ভূত কার্যক্রমের কারণে প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ১১৯ জন।

সোমবার অনুষ্ঠিত ভোটে এক হাজার ৭২৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী ফলাফলে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দিন আলা পেয়েছেন এক হাজার ১৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় পেয়েছেন ৫১৪ ভোট। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনির হোসেন।

এর আগে অন্য ওয়ার্ডগুলোতে আলাউদ্দীন আলা চার হাজার ৯২৯ ভোট এবং গৌতম রায় পাঁচ হাজার ৩৮৭ ভোট পেয়েছিলেন। মোট ফলাফলে আলাউদ্দিন আলা ২০১ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত