আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:১২

কেশবপুর -০৬ উপনির্বাচন: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফ্রিং প্যারেড অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদের ৯০, যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কেশবপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়।

অদ্য ১৩/০৭/২০২০ খ্রিঃ সকাল ০৭.৩০ ঘটিকায় যশোর কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আগামী কাল ১৪/০৭/২০২০ খ্রিঃ অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের ৯০, যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কেশবপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফ্রিং প্যারেডে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর।

এসময় অতিঃ পুলিশ সুপার বলেন, আগামী কাল অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমাদের সবাইকে দায়িত্বশীল থাকতে হবে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না এবং সামাজিক দূরত্বটা নিশ্চিত করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, যশোর, জনাব মোঃ জসীম উদ্দীন , অফিসার ইনচার্জ, কেশবপুর থানা, যশোর, জনাব এম মসিউর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ)/ ডিআইও-১, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মারুফ আহম্মদ, জেলা গোয়েন্দা শাখা, যশোর সহ জেলা পুলিশ যশোরের ঊর্ধতন কর্মকতাগণ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত