“সম্ভাবনার ৭৫ শতাংশ নিয়ে যশোর ৩ আসনে শাহিন চাকলাদার, যশোর ৪ আসনে কাজী নাবিল, রনজিৎ রায় বিশেষ বিবেচনায় ”
বিশেষ প্রতিনিধি: যশোর জেলা ব্রটিশ ভারতের সব থেকে পুরানো জেলা এই জেলা শহরে জাতীয় সংসদের আসন ছয়টি এই ছয়টি আসনের মধ্যো অতি মুল্যবান এবং প্রেস্টিজ আসন যশোর তিন। বর্তমান আওয়ামীলীগ সরকারের এম পি কাজী নাবিল আহমেদ।আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নমিনেশন নিজের করে নিতে যশোর ৩ আসনে তিন জন ঝাপিয়ে পড়েছেন যশোর থেকে ঢাকা পর্যন্ত।খালেদুর রহমান টিটো সাবেক এম পি বর্তমান এম পি কাজী নাবিল আহমেদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার।খালেদুর রহমান টিটো তার কিছু পকেট লোকজন নিয়ে ছুটছেন বিভিন্ন এলাকায় করছেন ঢাকার লবিং কাজী নাবিল আহমেদ লবিং করে সবার আগে অবস্থান করছেন মাসে ৪ – ৫ দিন যশোরে এসে প্রচারনা চালাচ্ছেন সিমীত আকারে।জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার সারা বছর মানুষের মাঝেই থাকেন এবং কেন্দ্রের সকল কর্মসুচি তিনি সফল ভাবে করে থাকেন।আমাদের প্রতিনিধি যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলামের সাথে নমিনেশন কে পাবে- কার পাওয়ার সম্ভবনার কথা জানতে চাইলে বলেন, কোন ভাড়াটিয়াকে নিজের ঘর দখল দিতে চাইনা।শাহিন চাকলাদার ৫ জানুয়ারি বিএনপি জামাতের জ্বালাও পোড়াও রাস্তায় থেকে শক্ত হাতে নির্মুল করেছেন।হাজার হাজার তৃণমূল কর্মীদের পাশে থেকেছেন রাতদিন যশোর জেলার ১২ ইউ পি চেয়ারম্যান পৌরসভার মেয়র ও পুরা যশোর জেলা বাসী চাচ্ছেন শাহিন চাকলাদার নমিনেশন পেলে সাধারন কর্মীরা নিরাপদ থাকবেন।শাহারুল ইসলাম প্রশ্ন ছুড়ে দিয়ে এ প্রতিনিধিকে বলেন আপনি জানেন বোঝেন আপনি বলেন কে বা কাকে নমিনেশন পাওয়া উচিৎ?আমাদের প্রতিনিধি শাহারুল ইসলামের প্রশ্নের উত্তর খুজতে ঢাকায় আওয়ামীলীগের পার্টি অফিস থেকে মন্ত্রীপাড়ায় খোজ নিতে থাকেন আমাদের প্রতিনিধির বিশেষ সোর্স প্রভাবশালী মন্ত্রীর গাড়ি চালকের সাথে কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বললেন গাড়িতে বসে স্যার বিভিন্ন কথা বলেন দক্ষিনাঞ্চলের কথা আসলে শাহিন চাকলাদারের নাম স্যার বেশি বলেন এবং বেশি শোনেন।এবার আমাদের প্রতিনিধি পার্টি অফিসে ছদ্দবেশে খোজ নিতে থাকেন সেই খোজের শেষ এই যে, খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতা ও ডি জি এফ আই, এন এস আই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রকাশ পায় যে যশোর জেলার ৬ টি আসন আওয়ামীলীগের পকেটস্থ করতে গেলে শাহিন চাকলাদারের বিকল্প নাই শাহিন চাকলাদারের জনপ্রিয়তা এতোই আকাশ্চুম্বি যে তাকে নমিনেশন না দিলে এর প্রভাব বাকী পাঁচটি আসনে পড়বে।সর্বশেষ আমাদের প্রতিনিধি সাফল্য পেলেন একজন প্রবীণ প্রেসেডিয়াম সদস্যর সাথে কথা বললে তিনি বলেন যশোর ৩ আসনে ৭৫% শাহিন চাকলাদার নমিনেশন পাচ্ছেন নাবিল সাহেবের কথা বললে এই প্রতিনিধিকে তিনি বললেন এটাও জানতে হবে প্রতিনিধি উত্তর জ্বি স্যার প্রেসিডিয়াম সদস্য বললেন যশোর ৪ আসনে নাবিল সাহেব কে নিয়ে চিন্তা ভাবনা চলছে।খানজাহান আলীর এই প্রতিনিধির নাম আমরা এখানে গোপন রাখছি বিশেষ কারনে।এবার নমিনেশনের ফলাফল এমন হওয়া উচিৎ যশোর ৩ শাহিন চাকলাদার ৭৫% যশোর ৪ আসনে কাজী নাবিল ও রনজিৎ রায় চিন্তা ভাবনায়