আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩৭

কোচিং সেন্টার বন্ধ রাখা বাধ্যতামূলক!- শিক্ষামন্ত্রী

খানজাহান আলী 24/7 নিউজ:: করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষার্থীদের এ সময় ঘরে থাকার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি এ তথ‌্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই এ সময়ে কোচিং সেন্টাগুলোও বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে বাইরে ঘোরা ফেরা করা যাবে না। ’

প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই বন্ধের আওতায় থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত