আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০৬

কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মনোমুদ্ধকর লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিবাগত রাতে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষক লীগের আয়োজনে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এ লাঠি খেলায় ৬ জন লাঠিয়াল অংশগ্রহণ করেন। কাঁসরঘণ্টার তালে তালে নেচে নেচে লাঠিয়ালরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। এর পরে চলে লাঠি নিয়ে একে অপরের উপর আক্রমণ পাল্টা আক্রমণ। কয়েক হাজার নারী-পুরুষ এই লাঠি খেলা উপভোগ করেন। লাঠি খেলোয়ারদের বিভিন্ন অঙ্গ ভঙ্গি প্রদর্শন দেখে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উৎসাহ দান করেন। 

এই লাঠি খেলা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, যুবলীগ নেতা বুলবুল হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক লীগ নেতা গাজী আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাঙালি জাতির গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ লাঠি খেলার আয়োজন করা হয়েছে। আমরা আগামীতে মুজিববর্ষ উপলক্ষে এ ধরনের ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের সিনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো সংবাদ