আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:২৯

কয়রায় হরিণের মাংস পাচারকালে ১ জন আটক।

কয়রায় হরিণের মাংস পাচারকালে ৩০ কেজি মাংস সহ ১ জনকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সুন্দরবন কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার গোলখালী এলাকা থেকে এ সকল হরিণের মাংস সহ তাকে আটক করে। আটককৃত হরিণের মাংস পাচারকারী হলেন কয়রা উপজেলার গোলখালী গ্রামের মোঃ জাফর গাজীর পুত্র আদম আলী গাজী (৩৮)। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরন করা হয়েছে।

আরো সংবাদ