আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩০

খাদ্যের দাবিতে নরেন্দ্রপুরের শতাধিক মানুষের বিক্ষোভ !

খানজাহান আলী 24/7 নিউজ : আজ ৩০ এপ্রিল বেলা ১১ টায় খাদ্যের দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন যশোর সদর উপজেলাধীন নরেন্দ্রপুরের ঘরবন্দি কয়েকশ’ নারী-পুরুষ-শিশু।

জানা গেছে, প্রশাসনের কর্মকর্তারা বিক্ষোভস্থলে গিয়ে খাবার সরবরাহের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধদের বাড়িতে পাঠান।
বৃহস্পতিবার যশোর-খুলনা মহাসড়কের নরেন্দ্রপুর ইউনিয়নে চাউলিয়া গেটে অবস্থান নেন কয়েকশ’ নারী-পুরুষ-শিশু।
রাস্তায় নামা একাধিক ব্যক্তি পরে সাংবাদিকদের বলেন, তারা নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া ঋষিপাড়ার বাসিন্দা। এখানকার তিন শতাধিক নারী-পুরুষ বিদ্যমান পরিস্থিতিতে ঘরে বসে আছেন। তাদের কোনো কাজকর্ম নেই। ফলে বাচ্চাদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে। কর্ম ও খাদ্যহীন এই লোকেরাই আজ রাস্তায় নেমেছিলেন বলে তারা জানান।
এখনো পর্যন্ত কোনো সরকারি-বেসরকারি খাদ্য সহায়তা পাননি দাবি করে তারা বলেন, খাদ্যের অভাবে তাদের মরণদশা হয়েছে। করোনাভাইরাসে মরা আর অনাহারে মরার মধ্যে কোনো পার্থক্য দেখছেন না এসব মানুষ।
খবর পেয়ে যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হোসেন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা খাবার সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা রাস্তা ছাড়েন।
বিকেলে জানতে চাইলে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোহাম্মদ কামরুজ্জামান চাউলিয়ায় খাদ্যের দাবিতে মানুষ রাস্তায় নেমে এসেছিল বলে স্বীকার করেন। 

তিনি বলেন, ইতোমধ্যে তাদের একশ’ পরিবারের কাছে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও খাদ্য সহায়তা দেওয়া হবে।

আরো সংবাদ