আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:১৯

খালেদা জিয়ার বাসার সব স্টাফ করোনামুক্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের ৮ গৃহকর্মী ও স্টাফ করোনা আক্রান্ত ছিলেন। গত ২৫ এপ্রিল দ্বিতীয় দফা টেস্টে খালেদা জিয়াসহ তার বাসভবনের চারজনের পজিটিভ রিপোর্ট আসে।

শুক্রবার তৃতীয় দফা টেস্টে সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চেয়ারপারসনের বাসার সব স্টাফের সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। সবাই এখন সুস্থ আছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্টেবল (স্থিতিশীল) রয়েছে। তার করোনা উপসর্গ নেই। আজ-কালের মধ্যে তৃতীয় দফা নমুনা পরীক্ষা করা হবে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়। করোনায় আক্রান্তদের মধ্যে দুইজন বাড়ি চলে গিয়েছিলেন এবং বাকিরা ফিরোজায় চিকিৎসা নেন।

পরে গত ২৮ এপ্রিল ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার কোনো করোনা উপসর্গ নেই। উনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। আন্তর্জাতিক চিকিৎসার নিয়মই আছেই দুই সপ্তাহের পরে রোগীর কোনো সিম্ট্রম না থাকে তাহলে করোনা টেস্ট আর করানোর প্রয়োজন নেই। তখন ধরে নিতে হবে উনার কাছ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই।

আরো সংবাদ