আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:২৪

খালেদুর রহমান টিটোর জানাজা জোহর বাদ, মরদেহ কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে

যশোরের বর্ষীয়ান রাজনীতিক সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর নামাজে জানাজা বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

আজ বেলা ১২টায় তার বাবার মরদেহ নেয়া হবে শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শ্রদ্ধা নিবেদন শেষে যশোরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জোহরের নামাজের পর জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এদিকে, খালেদুর রহমান টিটোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ,যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারষ সম্পাদক শাহারুল ইসলাম।
পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন নেতৃৃবৃন্দ।

আরো সংবাদ