আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫৯

খুটাখালীর মাদক কারবারী জাহাঙ্গীর ৩৮০০ পিস ইয়াবাসহ আটক

 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর ) সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফাঁশিয়াখালীর হাঁসেরদীঘি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম (৪০) উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের এজাহার মিয়ার ছেলে। তবে সে বর্তমানে সপরিবারে কক্সবাজারের বাংলা বাজার এলাকায় বসবাস করছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় পৃথক তল্লাশি চৌকি বসানো হয়। তল্লাশি চলাকালে খুটাখালীর জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি এসব ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে ক্রয় করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত