দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এক ছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার নীতীশ চন্দ্র সরকারের ছেলে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অর্ণব তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হঠাৎ তাকে গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।