অজ্ঞাত দুর্বৃত্তরা ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার (৫২) কে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে বিস্ফোরিত হলে তিনি অক্ষত থাকেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে ফুলতলার থানার ওসি জেল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দলীয় সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে চেয়ারম্যান শেখ আবুল বাশার তার সহযোগির মোটরসাইকেলের পিছনে বসে ফুলতলা বাজার থেকে বুড়িয়ারডাঙ্গা সরদার বাড়ি এলাকায় তার বাড়ি ফিরছিলেন। খুলনা-যশোর মহাসড়কের সুপার জুট মিলের সামনে পৌছুলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার উপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি বেঁচে যান। চেয়ারম্যানের উপর বোমা হামলা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঘটনাস্থলে এসে সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক মোল্যা মনিরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন বাবু, শফিক আহমেদ মেঝবা, আতাউর রহমান, শেখ আলমগীর হোসেন, মোতাহার হোসেন কিরণ প্রমুখ বক্তৃতা করেন। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, বোমা হামলার ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা সফল করার লক্ষে শুক্রবার বিকেলে দলীয়
কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা সাইদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুব দলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক সেলিম সরদার, আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান নান্না, এনামুল হক পারভেজ, মশিউর রহমান বিপ্লব, মোল্যা মনিরুল ইসলাম, শফিক আহমেদ মেঝবা, আতাউর রহমান সরদার, আনিছুজ্জামান পলাশ, মোতাহার হোসেন কিরণ,শেখ আলমগীর হোসেন, মাসুদ রানা, মঈন উদ্দিন শুভ, হীরন সরদার, আল আমিন সানা, ফয়সাল আহমেদ ও সিয়াম শেখ প্রমুখ।
অপরদিকে, ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, দুলাল অধিকারী, আহসানুল হক লড্ডন, আবুল কাশেম, রেজোয়ান রাজা, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, পলাশ ভুঁইয়া, রনজিৎ বোস এবং মোঃ জাহিদ জমাদ্দার। অনুরুপ বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির সভাপতি সাঈদ আলম মোড়ল, রইচ মল্লিক, রফিকুল হাওলাদার, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন প্রমখ।