আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৯

খুলনায় সন্ত্রাসীদের গুলি তে প্রান গেলো চেয়ারম্যানের।

খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি খুন হয়েছেন। শনিবার পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইউপি চেয়ারম্যান রবি ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আওয়ামী লীগের একটি কর্মী সভা শেষে মোটরসাইকেলে করে খুলনায় বাড়িতে ফিরছিলেন। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গুটুদিয়া এলাকায় ওয়াপদা ব্রীজের পাশে পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->