আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৮

খুলনার তিন হাসপাতালে ১৭ জনের মৃত্যু

খুলনা নগরে ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে করোনায় ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২ জন, খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ মারা গেছেন।বিজ্ঞাপন

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৯৬ জন, উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৫ জন, আইসিইউতে রয়েছেন ১৯ জন এবং এইচডিইউতে ২০ জন ভর্তি আছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন, সুস্থ হয়েছেন ৩৯ জন।

এ হাসপাতালে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাগেরহাটের মোংলার জামাল (৫০), যশোর সদরের ফাতেমা (৩০), খুলনা সদরের নূরজাহান (৩৮), খুলনার আড়ংঘাটার লামিম (৬০), সাতক্ষীরার আশাশুনির আবু মুসা (৬৫), চুয়াডাঙ্গার জীবননগরের লূৎফর মণ্ডল (৮০), খুলনার ডুমুরিয়ার পূর্ণচন্দ্র (৫২), বাগেরহাটের রামপালের মৃণাল (৭৫) ও খুলনার সোনাডাঙ্গার তারা মিয়া (৫৫)।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার নেভিগেট এলাকার সামসুল আলম (৬৩), সাতক্ষীরার পলাশপুর এলাকার আব্দুস সামাদ (৭৫) ও নড়াইলের নরাগাতি এলাকার ঝর্ণা বেগম (৪৬)। এ হাসপাতালে ৮৮ জন চিকিৎসাধীন। এর মধ্যে আইসিইউতে ৬ জন ও এইচডিইউতে ৫ জন আছেন। এ ছাড়া হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু বিষয়টি জানিয়েছেন সেখানকার মুখপাত্র কাজী আবু রাশেদ। মারা যাওয়া দুজন হলেন বাগেরহাটের কাশিমপুর এলাকার আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালিগঞ্জের অলি উল্লাহ (৬৭)। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ১২ জন, হাসপাতাল ছেড়েছেন ৮ জন। এখনো চিকিৎসাধীন ৬৮ জন।

এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার রাতে ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত