আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:০৩

খুলনার দিঘলীয়ায় সংঘর্ষে ২জন আহত নিহত-১

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পূর্ববিরোধের জের ধরে জনৈক নূর ইসলামের নাতনি সোহাগিকে (৬) মারধরের ঘটনায় ইখতিয়ার শেখের ছেলে আসাবুর শেখকে (৪০) একই এলাকার নূর ইসলাম শেখের ছেলে টুটুল শেখ, কামাল শেখ, শাহাজালাল শেখ মিলে তাদের বাড়ির উঠানে ফেলে দেশীয় ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে আশ-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সংঘর্ষের সময় শাহাজালাল শেখ এবং কালাম শেখ আহত হন। তাদের চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসক জানিয়েছেন।

দিঘলিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি।

আরো সংবাদ