খুলনা শিল্পাঞ্চলের মিরেরডাঙ্গা রংমিলের এলাকার ঘাট সংলগ্ন ভৈরব নদীতে ভসমান অবস্থায় দেহ বিহিন মানুষের মাথা পাওয়া যায়। (৩ মে) সোমবার বেলা পৌনে ১ টায় এই মাথা উদ্ধার করে নৌ পুলিশ।
স্থানীয় আলমগীর হোসেনের পুত্র সিয়াম নদিতে গোসল করতে নামলে দেহ বিচ্ছিন্ন মাথা ভেসে যেতে দেখে এর পর খানজাহান আলী থানা পুলিশকে খবর দেয় থানা পুলিশ নৌ পুলিশের ওসি অনিমেশ বেলা ৩ টার দিকে ঘটনাস্থলে এসে দেহ বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে।
এব্যপারে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন নদীর মধ্য থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে তাই এর দায়দায়ীত্ব নৌ পুলিশের।