আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৯

খুলনার শীর্ষ স ন্ত্রাসী হাড্ডি সাগর আটক।

খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগরকে (২৯) অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। সে তালিকাভুক্ত ও গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করা ১২ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি কলোনির খেলার মাঠ থেকে অবৈধ অস্ত্রসহ তাকে সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করে।

তার থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার নামে নগরীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আহসান হাবিব এ তথ্য জানান।

এদিকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে সোনাডাঙ্গা থানায় এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেন কেএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু। ব্রিফিংয়ে তিনি বলেন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর পুলিশ। এ লক্ষ্যে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকাণ্ডে জড়িত ও কুখ্যাত আসামিদের গ্রেফতারের জন্য সাঁড়াশি সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। সিঅ্যান্ডবি কলোনির খেলার মাঠ থেকে গ্রেফতার সাগর মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ সন্ত্রাসীর তালিকার তৃতীয় জন।

তিনি বলেন, তালিকাভুক্ত ১২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের জন্য সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এই ১২ জনের মধ্যে দুই জন গ্রেফতার হয়েছে। আরও ১০ জনকে গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে। আগে তালিকাভুক্ত ডাব্লিউকে গ্রেফতার করা হয়েছিল।

প্রেস ব্রিফিং এ বলা হয়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে সোহাগ সাম্প্রতিক সময়ে কোনও অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কি না সে তথ্য জানতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞসাবাদ, অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধার অস্ত্র দিয়ে কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটন ও তার সহযোগীদের গ্রেফতার এবং আরও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত