আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩৭

খুলনায় একই পরিবারের ৩ জন সহ ৪ জনকে হত্যা।

খুলনায় এক প্রৌঢ়া ও তার দুই নাতি-নাতনিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটেছে নগরীর লবণচরা থানার অধীন ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তা কমিশনারের বাড়ির কাছে দরবেশ মোল্লার গলির ভেতর।

রোববার (১৬ নভেম্বর) রাতে তিনজনের লাশ নিজেদের বসতঘরের পাশের একটি মুরগির খোপের পাশ থেকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেসা (৫৫), তার নাতি মুস্তাকিম ( ৮) ও ফাতিহা (৬)।

অন্য একটি ঘটনায় করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এসব হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, রোববার দীর্ঘ সময় পরিবার ও প্রতিবেশিরা মহিদুন্নেসা ও তার দুই নাতি-নাতনিকে না পেয়ে তাদেরকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যার দিকে বসতঘরের কাছে মুরগির খোপের পাশে তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন তারা।

প্রতিবেশিদের ধারণা, এদিন দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে, কারা, কী কারণে এই রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কেউ কোনো ধারণা দিতে পারেননি। পুলিশ বলছে, তারা বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম জানান, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। তদন্ত চলছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এদিকে, নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে রোববার সন্ধ্যা ৭টার দিকে আলাউদ্দিন নামে এক যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার মনা মুন্সির ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার জানান, আলাউদ্দিন করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া। সন্ধ্যায় তিনি স্ত্রীসহ ঘরের বারান্দার সিঁড়িতে বসে কথা বলছিলেন। এসময় কয়েক ব্যক্তি বাড়িতে ঢুকে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে।

হঠাৎ তারা আলাউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুটি গুলি তার বুকে ও পেটে লাগে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিনের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার এসআই সুমন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। বিষয়টি সিআইডিকেও জানানো হয়েছে। ঘটনাস্থলে তিনটি গুলির খোসা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, নিহত আলাউদ্দিন মাদক কারবারে জড়িত ছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর মাত্র দশদিন আগে জামিনে মুক্তি পান তিনি। জেলখানা থেকে বের হয়ে তিনি দিনমজুরের কাজ করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->