আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:১৩

খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

খুলনা অফিস: খুলনা সদরের লবণচরায় সিমেন্টবোঝাই ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে প্রাইভেটকারের চার যাত্রী ও একজন পথচারী রয়েছেন। ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খানজাহান আলী 24/7 নিউজকে বলেন, খুলনা থেকে প্রাইভেটকারটি চার জন যাত্রী নিয়ে রূপসার দিকে যাচ্ছিল। এ সময়ে রূপসা বাইপাস সড়কে খুলনার দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এক পথচারীসহ প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন। দমকলকর্মী উদ্ধার কাজ চালাচ্ছেন। নিতহদের মধ্যে মাহমুদ হোসেন বাবু নামের একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি গোপালগঞ্জ।

আরো সংবাদ