আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:০৬

খুলনায় পুরাতন তেল বেশি দামে বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

মজুত করে রাখা পুরাতন বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে খুলনা বড় বাজারের ইলিয়াস স্টোরকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ক্রেতা সেজে বাজারে অভিযান চালান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। বোতলে উল্লেখিত দামের চাইতে বেশি দামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান জানান, বোতলজাত সয়াবিন তেলে পুরাতন ১৬০ টাকা মূল্য লেখা রয়েছে। দোকানি সেই তেল ২০০ টাকায় বিক্রি করছেন। অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে ইলিয়াস স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য দোকানকে সতর্ক করা হয়েছে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত