আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৬

খুলনায় মাস্ক না পরায় আটক অর্ধশতাধিক, জেল-জরিমানা

নভেল করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন। খুলনা মহানগরের শিববাড়ি ও আদালত প্রাঙ্গণে আজ সোমবার সকাল ১০টা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এরই মধ্যে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় প্রথম দেড় ঘণ্টায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত পাঁচজনকে ২৪ ঘণ্টার কারাদণ্ডাদেশসহ বেশ কয়েকজনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী, মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের সাজাসহ নানা ব্যবস্থা নেওয়া হবে।’

ইউসুপ আলী আরো বলেন, ‘এর আগে প্রথম পর্যায়ের সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাসা থেকে বের হওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->