আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৭

খুলনা নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার।

খুলনার দাকোপে বসতঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। অপরদিকে পুলিশ পৃথক একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের মৃত অজিত মন্ডলের পুত্র শচীন্দ্রনাথ মন্ডল (৪৫) ও তার স্ত্রী মলিনা মন্ডল (৩৮) নিজ বসত ঘরে সোমবার গভীর রাতে মারা যায়। ভোরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে দাকোপ থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়ার সূত্রে স্বামীর প্রহারে স্ত্রী মলিনা মন্ডল (৩৮) প্রথমে মারা যায়। এ ঘটনার পর শচীন প্রথমে বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মলিনার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। তবে তাদের কি নিয়ে ঝগড়া হতে পারে তা এখনও জানা যায়নি। মঙ্গলবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মলিনা মন্ডলের পুত্র সুদীপ্ত মন্ডল বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। অপরদিকে আত্মহত্যার ঘটনায় থানা পুলিশ পৃথক একটি অপমৃত্যু মামলা করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->