আজ - শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:২৯

খুলনা পাইকগাছা শিবসা নদী থেকে আবারো অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার।

পাইকগাছায় আবারও আরেকটি অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ১৭ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার সোলাদানা বাজার থেকে কিছু দূরে শিবসা নদীতে লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাইকগাছায় পরপর দুই দিন নদী থেকে দুইটি লাশ উদ্ধার হলো। ১৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার দেলুটির জিরবুনিয়া স্লুইস গেটের মুখে নদী থেকে রানা খলিফা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ অক্টোবর শুক্রবার উপজেলার সোলাদানা শিবসা নদীর চরে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পাইকগাছা নৌ পুলিশের এস আই সবুর হোসেন জানান, নিহতের নাম ও ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->