আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৪০

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মহেশপুর হাসপাতাল পরিদর্শন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা। বুধবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম, মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির হোসেন, মোঃ হাসিবুস সাত্তার, আরএমও ডাঃ আকবর নিয়াজ, প্রধান হিসাব সহকারী লুৎফর রহমান প্রমুখ। ডাঃ রাশেদা সুলতানা হাসপাতালের সেবা বিভাগসহ বিভিন্ন সেক্টর ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি মহেশপুর হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান আরও বৃদ্ধির জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

আরো সংবাদ