আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:৩১

খুলনা বিভাগে আরও ৩৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪৯ জনের। শনিবার (২৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। আর খুলনায় আট, যশোরে ছয়, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে এক জন করে মারা গেছেন। 

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৮৫ হাজার ৭৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন দুই হাজার ১২৬ জন। আর সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৯৭৩ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত