আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:১৫

খুলনা বিভাগে এক দিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু

লনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ করোনায় মৃত্যুর ঘটনা।  এ সময় নতুন করে ১ হাজার ৬৫৬ জনের  করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ৬৯ হাজার ছাড়াল। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৭ জুলাই এক দিনে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। ৮ জুলাই ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু ১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ গতকালের চেয়ে শনাক্ত  কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭১ জনসহ  মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭। বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৮৭। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪৩ জন। মোট সুস্থ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম করোনা শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩০১ জন।বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া সর্বশেষ ৭১ জনের মধ্যে খুলনার ২৩ জন, কুষ্টিয়ার ১৪ জন, ঝিনাইদহের ১০ জন, যশোরের ৯ জন, চুয়াডাঙ্গার ৬ জন, মেহেরপুরের ৫ জন, বাগেরহাটের ২ জন এবং নড়াইল ও  মাগুরার ১ জন করে রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় খুলনায় ২৯৬ জন, বাগেরহাটে ১৩৫ জন, সাতক্ষীরায় ১৩৬ জন, নড়াইলে ৬১ জন, মাগুরায় ৫৭ জন, ঝিনাইদহে ১৬২ জন, কুষ্টিয়ায় ২২০, চুয়াডাঙ্গায় ১৩৩ জন এবং মেহেরপুরে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা বলেন, কিছুদিন ধরে কোনোদিন মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আবার কোনোদিন শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। শনাক্তের হারও অনেকটা বেশি।পরিস্থিতি ভয়াবহতার দিকেই আছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ সব ধরনের চেষ্টাও অব্যাহত রেখেছে। তবে মানুষ এত ভয়াবহ পরিস্থিতি হওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনীহা দেখাচ্ছে।

আরো সংবাদ