আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৩৬

খুলনা বিভাগে করোনায় ২১ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন ২১ জন। একই সময়ে ৩২২ জন শনাক্ত হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) বিভাগে ১৭ জনের মৃত্যু এবং ৬১২ জন শনাক্ত হন।

শনিবার (১৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় সাত, যশোর ও মেহেরপুরে দুজন করে এবং নড়াইলে একজন মারা গেছেন।

আরো সংবাদ