আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:১২

খুলনা বিভাগে প্রথম নারী ওসি- নড়াগাতি থানার রোকসানা।

নড়াইল প্রতিনিধি: খুলনা বিভাগের প্রথম নারী ওসি হিসেবে যোগদান করেছেন রোকসানা খাতুন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানায় যোগদান করেন।

তিনি সেখানে ওসি মো.আলমগীর কবিরের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রত্যয় ব্যক্ত করেন ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’।

এর আগে বুধবার রাতে তিনি ওই থানায় যোগদান করেন। খুলনা বিভাগে এই প্রথম কোনো নারী পুলিশ কর্মকর্তা যিনি ওসি হিসেবে যোগদান করলেন। এর আগে এ বিভাগে কোনো নারী কর্মকর্তা থানায় ওসির দায়িত্ব পালন করেননি বলে পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াগাতি থানার নবাগত ওসি রোকসানা খাতুন ২০০৩ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৫ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। ২০১৬ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর হয়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়ে কঙ্গোতে যান।

সেখানে এক বছর দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে দেশে ফিরে আসেন। এরপর তিনি যশোর সদর আদালতের পুলিশ পরিদর্শক হিসেবে ২ বছরেরও বেশী সময় দায়িত্ব পালন করার পর নড়াগাতি থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, মুজিববর্ষের অঙ্গীকার নিয়ে কাজ করে যেতে চাই। মাদক, সন্ত্রাস ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করছি।

আরো সংবাদ