আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:২৭

খুলনা সিটি মেয়র গুরুতর অসুস্থ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।  

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে মহানগরের শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পর তাকে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়েছে।

মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শফিকুর রহমান পলাশ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

পলাশ জানান, মেয়র তালুকদার আবদুল খালেক কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। দুপুরে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয় তার। তার প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। আগামী সপ্তাহে তিনি ঢাকায় গিয়ে অপারেশন করাবেন বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত