আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫০

খোলাডাঙ্গায় শাহারুল ইসলামের শতভাগ ত্রাণ বিতরণ সম্পন্ন।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খোলাডাঙ্গায় সরকারী ব্যক্তিগত ও যৌথ সহযোগিতায় খোলাডাঙ্গায় শতভাগ ত্রাণ সরবরাহ করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার খোলাডাঙ্গা গাজীপাড়ায় ১২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শতভাগ ত্রাণ সহায়তার স্বাক্ষর রাখেন চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হায়দার আলী, নূর ইসলাম নূর, মতিয়ার রহমান, কার্তিক চন্দ্র পাল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ নেতা লিটন গাজী, বিল্লাল হোসেন, সাগর, নাজমুল, রিপন গাজী, ছাত্রলীগ নেতা শিমুল, সাজু সুমন প্রমুখ।

ভিডিও দেখুন

এ প্রসঙ্গে চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, ত্রাণ বিতরণ এখানেই শেষ নই। করোনার প্রভাবে গৃহবন্দী অস্বচ্ছল মানুষ যতদিন থাকবে সার্বিক সহযোগিতা নিয়ে আমি শাহারুল ইসলাম তাঁদের পাশে থাকবো।

শাহারুল ইসলাম আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

আরো সংবাদ