আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪৫

খোলাডাঙ্গা ও হ্যাচারি পাড়ায় ৪০০ পরিবারকে যৌথ মানবিক সহায়তা প্রদান।

মুনতাসির মামুন।। মহামারি করোনাভাইরাসের কবলে বাংলাদেশের মানুষ। দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে নিম্নবিত্ত মানুষের আয়-রোজগারের পথ। ঘরবন্দী অসহায় মানুষের এখন বেঁচে থাকার এখন একমাত্র পথ ত্রাণ সামগ্রী। দরিদ্র এসব মানুষের কেউ সহযোগিতা পাবার আশায় পথে নেমেছেন আবার কেউবা লজ্জা ভেদ করতে না পেরে না খেয়েই অবস্থান করছেন বাড়িতে। বিষয়টি উপলব্ধি করে অসহায় মানুষের সাহায্যে যৌথ ভাবে এগিয়ে এসেছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

খাদ্যসামগ্রী নিয়ে দ্বারে দ্বারে ছুটছেন যুবলীগ নেতা নাজমুল সর্দার।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে আরবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খোলাডাঙ্গা সর্দারপাড়া ও হ্যাচারি পাড়ার ৪০০ টি পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে ৫ কেজি করে চাউল।

খাদ্য সামগ্রী ভর্তি পিকআপ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রানা সর্দার, নাজমুল সর্দার, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম বাবলু, আজগর আলী, নজরুল ইসলাম, রোস্তম সর্দার, ধর্মতলা ইজিবাইক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাদশা, যুবলীগ নেতা রোকন হাসান রনি, আশরাফুল ইসলাম আশা, ছাত্রলীগ নেতা শিমুল হোসেন, শ্রমিকলীগ নেতা মেছার আলী।

এ ব্যাপারে শাহারুল ইসলাম খানজাহান আলী 24/7 নিউজকে বলেন, বাংলাদেশ সরকার এবং আইসিডিইআর’র নির্দেশনা মেনে আমরা খাবার বিতরণ করেছি। এটাই আমাদের প্রথম আয়োজন নয়। আশা করছি অদূর ভবিষ্যতে আমরা আরও বেশি সংখ্যক মানুষকে সহযোগিতা করতে পারবো। আমাদের আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেছে এলাকার স্থানীয় বিত্তশালী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মানবতার এই চরম ক্রান্তিলগ্নে সকলকে পাশে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ। আশা করছি আগামী দিনেও তাঁরা এভাবে মানুষের পাশে থাকবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত