আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০৫

খড়কিতে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত 

যশোর শহরের খড়কি বর্মণপাড়ায় প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, ওই এলাকার সিদ্দিক আলীর ছেলে পিকুল হোসেন (১৮) ও আব্দুল মাজিদের ছেলে আলম (৪০)।
আহত আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার আল-আমিন ও তাদের সহযোগীদের সাথে তাদের বিরোধ চলে আসছিল। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে আলম ব্যক্তিগত কাজে খড়কি জামে মসজিদের সামনে আসলে আল-আমিনের নেতৃত্বে জিসান, শামীম, মোস্তসহ সাত-আটজন তাকে কুপিয়ে জখম করে। এ সময় আলমের উপর হামলার প্রতিবাদ করলে দুর্বৃত্তরা পিকুলকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, দু’ গ্রুপে মারামারি করেছে। হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত