আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫৫

খড়কিতে ফ্ল্যাট ব্যবসায়ীকে পিটিয়ে জখম৷

স্টাফ রিপোর্টার: যশোরে চাঁদার দাবিতে শ্রমিকনেতা নাজিম হোসেন বাহাদুরকে (৩৫) পিটিয়ে জখম করা হয়েছে। আহত বাহাদুর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে যশোর শহরের খড়কি এলাকায় এই ঘটনা ঘটে। বাহাদুর অভিযোগ করেন, আমি ফ্ল্যাটের ব্যবসা করি। খড়কি আয়সা ফাউন্ডেশনের পাশে ভবন নির্মাণের কাজ চলছে। একই এলাকার মৃত মোনতাজ উদ্দিনের ছেলে সন্ত্রাসী হান্নান আমার কাছে প্রায়ই সময় চাঁদা দাবি করে আসছে। আজ সকালে আমি ভবন নির্মাণের কাজের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন হান্নানসহ ৪-৫জন আমার কছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজি না হওয়ায় কোদাল দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হই। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ইনাম উদ্দিন বলেন, আহত নাজিমের মাথার আঘাত অনেক গভীর । ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। জানতে চাইলে কেতোয়ালি থানার ইনসপেক্টর (অপারেশন) মোঃ আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত